সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক (সুনামগঞ্জ):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য সুনামগঞ্জ ১১টি উপজেলায় ১৪৬৬টি প্রাইমারি স্কুলে প্রাক-প্রাথমিক শ্রেণী কক্ষ সংস্কৃতি করণ এবং মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে জানার জন্য প্রত্যেকটি স্কুলে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযোদ্ধা পাঠাগার ¯’াপনের কাজ পরিদর্শন ও স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ে পাঠদান করিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
রবিবার দুপুরে সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযোদ্ধা পাঠাগার ¯’াপনের কাজ পরিদর্শন ও শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ে পাঠদান করান তিনি।
এ সময় উপ¯ি’ত ছিলেন সদর উপজেলার নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সুনামগঞ্জ শহর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম প্রমুখ।
শেষে সুনামগঞ্জ সদর উপজেলার বারঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।