মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের শ্রীধর চিল্লাল নামে এক ব্যক্তি চলতি সপ্তাহে গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ড করেছেন। তবে এর জন্য তিনি কোনো ভবন থেকে লাফিয়েও পড়েননি বা সবচেয়ে বেশি হট ডগও খাননি। তাহলে কি করে তিনি গিনীচ বুকে নাম লেখালেন? এমনটাই হয়তো ভাবছেন আপনারা? আসলে শ্রীধর এতো ঝক্কি ঝামেলায় যাননি। শুধুমাত্র হাতের পাঁচ আঙ্গুলের নখগুলো বড় করেছেন। তবে এই সেই বড় না। এক্কেবারে ৩০ ফুট লম্বা করেছেন তার নখগুলো। আর এ কাজ করেই হয়ে গেল বিশ্ব রেকর্ড। ৬২ বছর ধরে নখ কাটা হয়নি এমনটাই জানিয়েছেন শ্রীধর। শেষবারের মত তিনি তার নখ কেটেছিলেন ১৯৫২ সালে। সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। এভাবে প্রায় ৬২ বছর ধরে নখ না কাটতে কাটতে এগুলো ৩০ ফুট লম্বা হয়েছে। আর এ কারণেই শ্রীধরের নাম জায়গা করে নিয়েছে গিনিস বুকে। আর হবেই বা না কেন? বিশ্বে একমাত্র লম্বা নখের অধিকারীই যে শ্রীধর! তবে তার নখ দেখে অনেকেরই মনে প্রশ্ন এসেছে কি করে তিনি খাবার খান অথবা অন্যান্য কাজ করেন? এ প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি।