মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
প্রিন্সিপাল সৈয়দ রেজওয়ান আহমদ ডক্টর ডিগ্রি অর্জন করায় ছাত্র জমিয়তের শুভেচ্ছা বরণ ও সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উদ্যোগে সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সেক্রেটারি সৈয়দপুর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ পিএইচডি ডক্টর ডিগ্রি অর্জন করায় ছাত্র জমিয়তের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বরণ করা হয়।
অদ্য ৩১ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব দলীয় অফিসে শাখার সভাপতি সৈয়দ হাবীব সালেহের পরিচালনায় তাৎক্ষণিক এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেনঃজমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
অনুভূতি মূলক বক্তব্য রাখেনঃ সম্মানিত মেহমান সৈয়দপুর আলীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি জমিয়তের জাতীয় কর্মী সম্মেলন সফলের লক্ষ্য দলের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সাহেব সৈয়দপুরে জমিয়ত,যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সাহিত্য সম্পাদক মুফতি সৈয়দ শামীম আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি শেখ মাওলানা বিলাল আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ গুলজার আহমদ, সাধারণ সম্পাদক আতিকুর রাহমান কামালী, যুগ্ম সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ সহ-সম্পাদক ইয়াকুব আহমদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আছজদ আহমদ, প্রচার সম্পাদক নুমান আহমদ, পাঠাগার সম্পাদক বিন ইয়ামিন, ছাত্রনেতা শিহাব আহমদ প্রমুখ।