সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ৯ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত চাল বিতরণ করা হয়। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্যশস্য বিতরণ কেন্দ্র প্রতিকেজি ১০ টাকা করে, মাসে কার্ড প্রতি ৩০ কেজি চাল বিতরণ করা হয়।
ডিলার মো. সোহরাব উদ্দিন বলেন, মোট কার্ডদারী ৪শত ৮০ জন রয়েছেন, সোম, মঙ্গল ও বুধবার ওই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. রফিকুল হক ফারুক, কার্ডদারী ইউনিয়নের বৌলাম গ্রামের ফটিকের মা, বড়খলা গ্রামের এলাহিনুর, জিংলীগড়ার গ্রামের রুস্তম আলী, নওধার গ্রামের হেলুন, পাইকুরাটি গ্রামের আনোয়ার, কুড়িকাহনা গ্রামের মজিদা, বালিজুরী গ্রামের মাসুদ, চকিয়া চাপুর গ্রামের বিকাশ চন্দ্র প্রমুখ।