সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার বাদ জুহর উপজেলা জমিয়তের একাধারে সুদীর্ঘকাল থেকে আমৃত্যু সভাপতি, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, হেফাজতে ইসলাম দিরাই উপজেলার আমীর, দিরাই-শাল্লার আলিম উলামা ও তাওহীদি জনতার সর্বোচ্চ অভিভাবক, দিরাই জামেয়ার দীর্ঘকালের মুহতামিম, মরহুম মাওলানা নাজিম উদ্দীন তালুকদার (রাহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীম এর পরিচালনায় আলোচনা পেশ করেন দিরাই উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহবুবুল হক চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাহার, দিরাই জামেয়ার স্বনামধন্য শিক্ষাসচিব মাওলানা ফখরুল ইসলাম, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলার সংবাদদাতা হাফিজ মাওলানা আব্দুল বাছির সরদার, দিরাই পৌর জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা লোকমান আহমদ, দিরাই উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক, দিরাই উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা শাব্বির আহমদ সরদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ খোকন, মরহুম নাজিম উদ্দীন তালুকদার রাহ.-এর ছোট ভাই, যুবদল নেতা সালাহ উদ্দিন তালুকদার, রাজানগর ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, পৌর ছাত্র জমিয়তের সভাপতি, এম হাসান আহমদ, ছাত্র জমিয়ত দিরাই জামেয়া শাখার সাবেক সভাপতি মাওলানা শাহীনূর রহমান শাহীন প্রমুখ ছাত্র জমিয়ত দিরাই উপজেলার অধিনস্থ শাখা সমূহের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা প্রদান করেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুখতার হোসেন চৌধুরী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি ইলিয়াস আহমদ, উপজেলা যুব জমিয়ত নেতা মাওলানা নূর আলী রায়হান, পৌর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়িম, পৌর ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
পরিশেষে শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ মিয়ার সমাপনী বক্তব্য ও শায়খ মাহবুবুল হক চৌধুরী সাহেবের মোনাজাতের মাধ্যমে মাগরিবের নামাজের পূর্বে অনুষ্ঠানের সমাপ্তি হয়।