সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে জিয়াপুর জামেয়া ইসলামিয়া রুহামা মহিলা মাদ্রাসা পুরান সিংচাপইড় গঠনের লক্ষে আহবায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকল্য ৫-১০-২০২০ ইংরেজি মাওলানা জুবায়ের আহমদ সাহেবের বাড়িতে মহিলা মাদ্রাসা গঠনের লক্ষে আহবায়ক কমিটির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন শিশু মিয়ার সভাপতিত্বে বৃহত্তর জিয়াপুর পুরান সিংচাপইড় গ্রামের মুরুব্বিয়ান ও যুবসমাজের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৭ সদস্য আহবায়ক কমিটি থেকে ২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে বর্ধিত করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন আহবায়ক সাবেক চেয়ারম্যান শিশু মিয়া, যুগ্নআহবায়ক শফিক উদ্দিন, যুগ্ন আহবায়ক মাস্টার মুজিবুর রহমান, সদস্য তৈয়বুর রহমান,আমজাদ আলী আশকর, আব্দর আলী, কবির উদ্দিন, হারিছ উল্লাহ, বাদশা মিয়া, মাওঃ ইব্রাহিম আলী, আতর আলী, মাসুক মিয়া (মেম্বার), এনামুল হক, সুজাত মিয়া, মৌলভি রফিক উদ্দিন, এনামুল কবির এনাম, শফর মিয়া, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, সুজন মিয়া, মাওঃ আলী আহমদ, জাহির মিয়া, আব্দুল মানিক, শফিক মিয়া, শহর আলী, চন্দন মিয়া, শাহ আলম।
উপস্থিত ছিলেন হাজী ফজলুল হক, আব্দুল হান্নান, কুতুব উদ্দিন, আব্দুল রুপ, বারেক লইলুছ, আহকাম উদ্দিন, হাজী মুক্তার মিয়া, মুজিবুর রহমান, হানিফ আহমদ, আসিদ আলী, গেদা মিয়া, হানিফ উল্লাহ, ফারুক আলী, আসুক মিয়া, লাল মিয়া (১), ছুরাব আলী, শরিয়ত আলী, শানুর আলী, শমসর আলী, লাল মিয়া (২), আব্দুল ওয়াহাব, সৈয়দ মিয়া, কাছা মিয়া, ছাব্বির আহমদ মেম্বার, আব্দুল কদ্দুছ, মহরম আলী, সালেহ আহমদ, নুর আহমাদ, জয়নাল মিয়া, সুলতান মিয়া, জুবায়ের আহমদ, আবদাল মিয়া, নাজমুল ইসলাম, রফিক উদ্দিন, হাফিজ খালিছ মিয়া, রিপন মিয়া, হাবিব মিয়া, আখলাকুল ইসলাম, জাহিদুর রহমান, নুর মিজানুর, পাবেল আহমেদ, মাওঃ সালেহ আহমদ, হেলাল আহমদ, ইমাদ উদ্দিন, মাওঃ আকমল হুসেন, বুরহান উদ্দিন, মোহাম্মদ সাদ মিয়া, মিজাজ মিয়া, আবুল খায়ের, জাকির আলী, সাজাদুর রহমান, সুফিয়ান আহমদ, রাসেল আহমদ, আনোয়ার হুসেন, আবু তাহিদ, লিটন মিয়া, সমত আলী, আনোয়ারুল হক, তুহিন আহমদ, আবু সাইদ, সাইফুল মিয়া, মিনহাজ উদ্দিন, কামরান আহমদ, সাব্বির আহমদ, হাফিজ ইলিয়াছ, আব্দুর রহমান, আবু তাহের, সাদিক আহমদ, কয়েছ আহমদ, রায়হান আহমদ, জামিউল হাসান, আব্দুল মজিদ, আব্দুল আজিজ প্রমুখসহ আরো উপস্থিত ছিলেন গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।