শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ সঃ-র ব্যঙ্গচিত্র প্রদর্শন প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ২টায় ভাতগাও ভমবমি বাজার তাফসিরুল কোরআন পরিষদ’র উদ্যোগে এলাকার বিভিন্ন মাদরাসা ও সামজিক ও সেচ্ছাসেবী সংঘটনের উপস্থিতিতে এ মানববন্ধন পালিত হয়।
ভাতগাও বমভমি বাজার তাফসিরুল কোরআনের সভাপতি মাওলানা সুহাইল আহমদের সভাপতিত্বে পারিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব ও আবদুর রহমান জামীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবী (স.)-র ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়েছে। রাসুল (স.) আমাদের প্রাণের স্পন্দন। নবীজিকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে আমাদের অন্তর ক্ষতবিক্ষত হয়েছে। কাফির, মুশরিক, জারজ সন্তানেরা রাষ্ট্রীয় মদদে নবীজিকে অপমানে বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্দ।
বক্তারা কঠোর হুশিয়ার উচ্চারণ করে বলেন, মহানবীকে নিয়ে ব্যাঙ্গ করার পরিণাম ভয়াবহ হবে। অবিলম্বে ব্যাঙ্গ চিত্রটি মুছে ফেলে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনেরও ডাক দেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ সময় বক্তব্য রাখেন ভাতগাও তাফসিরুল কোরআন পরিষদের সহ-সভাপতি শায়খ মাওলানা আজিজুর রহমান, শায়খ মাওলানা আব্দুশ শহীদ, শায়খ মাওলানা আব্দুল খালিক চুনারুঘাটি, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা ইব্রাহিম আলী জিয়াপুরী, ভাতগাও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, ভাতগাও ইসলাহুল মুসলিমিনের সভাপতি মাওলানা ফখরুজ্জান, মাওলানা দিলোয়ার হোসাইন, মাওলানা মোকাররম হোসাইন, ভাতগাও কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ খান, সিদখাই ইসলামি সমাজ কল্যাণ পারিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আহমদ, দিলাল আহমদ, সিদখাই মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুকিত জালালি, ভমবমি বাজার মসজিদের ইমাম মাওলানা শুয়াইব আহদ, গাগলাজুর মাদরাসার শিক্ষক মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আনোয়ার হুসাইন, ভাতগাও মাদরাসা শিক্ষক হাফিজ মাওলানা মতিউর রহমান, মাওলানা মাসুম আহমদ, হরিনগর মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহীম, ছয়হাড়া মসজিদের ইমাম হাফিজ জামিল আহমদ, শ্রীরামপুর মসজিদের ইমাম মাওলানা শরীফ উদ্দীন, আল-ইনসাফ যুব সংগের সভাপতি মাওলানা মাসুদ আহমদ।
প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন মাওলানা ওয়েস সাইফুল্লাহ।