রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ পড়াশোনার জন্য স্বপরিবারে কাতার চলে যাচ্ছে। সোমবার হোয়াইট হাউজে বিজ্ঞানীদের সম্মানে অনুষ্ঠিত বার্ষিক ‘অ্যাস্ট্রোনমি নাইট’-এ আহমেদ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করার কয়েক ঘণ্টা পরে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়। চশমা পরিহিত এই নবম শ্রেণি পড়ুয়াকে গত সেপ্টেম্বরের গ্রেপ্তার ঘটনার পর থেকে সারাবিশ্বে তুমুল জনপ্রিয়। কিছুদিন দিন আগে শিক্ষকদের খুশি করার জন্য নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে হাজির হয়েছিল সুদানি বংশোদ্বূত ১৪ বছরের কিশোর আহমেদ মোহামেদ। কিন্তু স্কুলে আহমেদের নিয়ে আসা ঘড়িটিকে ‘ঘড়ির ছলে বানানো বোমা’ ভেবে পুলিশকে খবর দেয় টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুল কর্তৃপক্ষ। পুলিশ তাকে গ্রেপ্তার করলে সারা বিশ্বে হৈচৈ পড়ে যায়।অনেকেই মনে করেন শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আহমেদকে হোয়াইহট হাউজে আমন্ত্রণ জানান ওবামা। আহমেদ কাতার ফাউন্ডেশনের তরুণ উদ্ভাবক প্রোগ্রামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সম্পূর্ণ স্কলারশীপ পেয়েছে। তার পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘আমরা পুরো পরিবারই আহমেদের সাথে কাতারে যাচ্ছি।’ এ মাসের শুরুতে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আহমেদ দোহা সফর করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে কাতার ফাউন্ডেশন জানায়, তরুণ উদ্ভাবক প্রোগ্রামের উদ্দেশ্য হলো উদ্ভাবন ও সৃজনশীলতাকে পৃষ্ঠপোষকতা করা। কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে উচ্ছ্বসিত আহমেদ বলেছে, ‘কাতার ফাউন্ডেশনের প্রস্তাবে আমি খুব আনন্দিত এবং তাদের ক্যাম্পাস সত্যিই মনোমুগ্ধকর।বিজ্ঞানের প্রতি আগ্রহী অন্যদের সাথে আমার দেখা হবে এবং আশা করি তাদের সাথে অনেক মজা করতে পারবো।’ সূত্র: আলজাজিরা