শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলা খাদিমুল কোরআন পরিষদের দুই বছর মেয়াদি নতুন কমিটি শুক্রবার বাদ জুমআ দিরাই উপজেলা জমিয়তের কার্যালয়ে গঠন উপলক্ষে এক মিটিং অনুষ্ঠিত হয়। কমিটি গঠন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনার মুফতি মাওলানা শফিকুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যবৃন্দ।
পরে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরিষদের সভাপতি হলেন হাফিয আকমল হোসেন, সহ-সভাপতি তাহের আহমদ, হাফিয সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মুক্তাদির সরদার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, হাফিয মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সরদার, অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সুজাত আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আজমল হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ মিয়া, সহ-দপ্তর সম্পাদক রুকনুজ্জামান জহুরী, শিক্ষা-সাহিত্য ও পাঠাগার সম্পাদক হাফিয মাওলানা শাব্বির আহমদ সরদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক, সমাজসেবা সম্পাদক মোঃ বদরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ হারুন সরদার, মোঃ রফিকুল হক চৌধুরী।
পরে হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফি, সিলেটস্থ দরগাহ মাদরাসার সাবেক মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া, দিরাই উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দিন ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুক্তাদির সরদারের পিতা মোঃ আব্দুল কাদির সরদারের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার।