শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ভাস্কর্য ও মূর্তি সর্ম্পকে কুরআন হাদীসের আলোকে ফতোয়া প্রস্তুতকারী পাঁচজন আলেমের মধ্যে মুফতি এনামুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কুরআন-হাদীসের আলোকে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ভাস্কর্য অথবা মূর্তি নির্মাণ স্থাপন সংরক্ষণ পূজার উদ্দেশ্যে না হলেও সন্দেহাতীতভাবে নাজায়েয ও স্পষ্ট হারাম এবং কঠোরতম আযাবযোগ্য গুনাহ। আর যদি পূজার উদ্দেশ্যে হয় তাহলে তা’স্পষ্ট শিরক। প্রাণীর ভাস্কর্য ও পূজার মূর্তির মাঝে শরীয়তের দৃষ্টিকোণে হারাম ও নিষিদ্ধ হওয়ার দিক দিয়ে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা পরিহার কর অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তিসমূহ এবং পরিহার করে মিথ্যাকথন। (সূরা হজ্জ: ৩০) এই আযঅতে পরিস্কারভাবে সবধরনের মূর্তি পরিত্যাগ করার এবং মূর্তিকেন্দ্রিক সকল কর্মকান্ড বর্জন করার আদেশ দেয়া হয়েছে।