শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
বিপিএলে ৪৪ বিদেশি খেলোয়াড়, জেনে নেই কে কোন দলে

বিপিএলে ৪৪ বিদেশি খেলোয়াড়, জেনে নেই কে কোন দলে

bpl-logo-300x200আমার সুরমা ডটকম : আসছে নভেম্বরে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বসে ক্রিকেটারদের দলবণ্টনের আসর। ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে এখানে ক্রিকেটারদের দল ভাগ করে দেওয়া হয়। এবারের আসরে মোট ১৪৮ জন বিদেশি ক্রিকেটারের নাম তালিকা ভুক্ত করা হয়েছে।  ছয়টি ফ্র্যাঞ্চাইজি এদের মধ্য থেকে নিয়েছেন মোট ৪৪ জন বিদেশী খেলোয়াড়কে; তবে কেউ কেউ আগেই দলগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। সিলেট সুপার স্টার্স- ক্রিস জর্ডান (ইংল্যান্ড), জশোয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ব্রাড হগ (অস্ট্রেলিয়া), রবি বোপারা (ইংল্যান্ড)।

রংপুর রাইডার্স- সাচিত্র সেনানায়েকে (শ্রীলংকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

ঢাকা ডাইনামাইটস- সোহেল খান, সজীব হাসান, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ্‌, নাসির জামসেদ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), রায়ান টেন ডেস্কাটে (নেদারল্যান্ড)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ড্যারেন স্টিভেন (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকারা, লাহিরু থিরিমান্নে (শ্রীলংকা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক, আহমেদ শেহজাদ (পাকিস্তান), সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সানতোকি (ওয়েস্ট ইন্ডিজ)

বরিশাল বুলস- সেক্কুগে প্রসন্ন (শ্রীলংকা),  মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল, কেভন কুপার, এভিন লুইস (ওয়েস্ট ইন্দিজ), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে),

চিটাগাং ভাইকিংস- জীবন মেন্ডিস (শ্রীলংকা), মোহাম্মাদ আমির, ওমর আকমল, কামরান আকমল, সাইদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা), কাপু কেদারা, এলটন চিগম্বুরা (জিম্বাবুয়ে)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com