শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্র্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তফসিল অনুযায়ি প্রার্থীতা প্রত্যাহারের পরদিন ১১ অক্টোবর শুক্রবার দিনভর প্রতীক বরাদ্দ দেয়া হয়।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাকারী মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও দিরাই পৌরসভার রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, দিরাই উপজেলা নির্বাচন অফিসার মোঃ এমদাদুল হকসহ প্রার্থীগণ।
সূত্র জানায়, প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন মেয়র পদে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এম আব্দুল কাইয়ুম (চামচ), বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায় (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোশাররফ মিয়া (জগ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ ইকবাল হোসেন চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী রশিদ মিয়া (মোবাইল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী লোকমান আহমদ (খেজুরগাছ), স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফিক (হেলমেট)।
এদিকে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জানা যায়, ১নং ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বীতা করতে প্রতীক পেয়েছেন আশরাফ আহমদ (টেবিল ল্যাম্প), মিয়াধন মিয়া (হাজী ইদন মিয়া) (পানির বোতল), মোঃ আবুল খয়ের (উটপাখি)। ২নং ওয়ার্ডে এ বি এম মাছুম পানির (বোতল), নূরুল হক (উটপাখি), মোহাম্মদ তাজ উদ্দিন (বø্যাক বোর্ড), লিকু দাস (পাঞ্জাবী)। ৩নং ওয়ার্ডে মুর্শেদুর রহমান আঙ্গুর (পানির বোতল), মোঃ নূরুল হক মিয়া (টেবিল ল্যাম্প), মোঃ রেজাউল করিম (পাঞ্জাবী), রঞ্জু রায় (উটপাখি), হরিধন রায় (ডালিম)। ৪নং ওয়ার্ডে জুয়েল মিয়া (ডালিম), মোহাম্মদ মফিজুর রহমান তালুকদার (পানির বোতল), মোঃ মিজানুর রহমান (উটপাখি)। ৫নং ওয়ার্ডে জিলাল মিয়া (টেবিল ল্যাম্প), মুজিবুর রহমান (পানির বোতল), মোঃ আকমল হোসেন (উটপাখি), মোঃ এনামুল হক (পাঞ্জাবী), রবীন্দ্র বৈষ্ণব (ডালিম)। ৬নং ওয়ার্ডে ইয়াহিয়া চৌধুরী (পাঞ্জাবী), জগৎ জ্যোতি তালুকদার (পানির বোতল), পংকজ পুরকায়স্থ (টেবিল ল্যাম্প), মোঃ শাহজাহান সিরাজ (উটপাখি), হোসেন আলী আকন্দ (বø্যাক বোর্ড)। ৭নং ওয়ার্ডে গাজী মোঃ রুহিনুর রহমান (ডালিম), নিলাদ্রী রায় (উটপাখি), লিটন রায় (পানির বোতল)। ৮নং ওয়ার্ডে মোঃ আবুল কাসেম (পাঞ্জাবী), মোঃ সফিক মিয়া (উটপাখি), মোঃ সুয়েব আহমদ চৌধুরী (ডালিম), রফিকল হক (পানির বোতল)। ৯নং ওয়ার্ডে মোঃ বাচ্চু মিয়া তালুকদার (পাঞ্জাবী), মোঃ লিয়াকত মিয়া (উটপাখি), মোহাম্মদ শাহজাহান মাহমুুদ (ডালিম), মোঃ সবুজ মিয়া (টেবিল ল্যাম্প), মোঃ হেলাল আহমদ (পানির বোতল)।
অন্যদিকে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীেেদর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জানা গেছে, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডে দিরাই পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করতে প্রতীক পেয়েছেন খোশনামা (অটোরিকসা), সাহার বানু (আনারস)। ২নং ওয়ার্ডে মিনতী রাণী দাস (চশমা), মোছাঃ হেলেনা বেগম (বলপেন), সোনারা বেগম (আনারস)। ৩নং ওয়ার্ডে অমিতা দেবী নাথ (টেলিফোন), মাধবী দে (জবাফুল), মোছাঃ শামিমা পারভীন নাজমা (বলপেন), মোছাঃ হালিমা বেগম (চশমা), মোছাঃ হেলেনা বেগম (দ্বিতল বাস), সুমিত্রা দেবী (আনারস)।