বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার (সিলেট থেকে):
গতকাল ৪ ফেব্রুয়ারী ২০২১ বৃহস্পতিবার বন্দরবাজার দলীয় অফিসে সিলেট মহানগর জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করত মাওলানা খলীলুর রহমানকে সভাপতি, মাওলানা নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা আখতারুজ্জামান তালুকদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় জমিয়তনেতা মাওলানা মুশাহিদ দয়ামিরীর সভাপতিত্বে ও মাওলানা ফখরুযযামানের পরিচালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়গরী ও বিদায়ী কমিটির দায়িত্বশীলবৃন্দসহ সাংগঠনিক ২৭টি ওয়ার্ড ও ৪টি থানার অন্যান্য সদস্যবৃন্দ।
অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাওলানা ফখরুযামমান।
অতিথিগণ তাদের বক্তব্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে আহ্বান জানান। মহানগর শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হিসেবে এর কাজের গতি বলিষ্ঠ করা নতুন কমিটির প্রধানতম দায়িত্ব বলে অতিথিগণ বক্তব্য রাখেন। বিকাল ২টা থেকে শুরু হওয়া কাউন্সিল অধিবেশ মাগরিবের পূর্বে সমাপ্ত হয়।
নিম্নে পূর্ণ কমিটি দেয়া হলো:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা ২০২১-২০২৩ সেশনের দায়িত্বশীল সভাপতি মাওলানা খলিলুর রহমান বন্দর বাজার, সহ-সভাপতি হাফিয মাওলানা আবদুর রহমান সিদ্দিকি বন্দর বাজার, মাওলানা খয়রুল হোসেন বন্দর বাজার, মাওলানা সৈয়দ শামিম আহমদ শামিমাবাদ, হাফিয মাওলানা ফখরুযযামান বন্দর বাজার, মাওলানা মুশতাক আহমদ চৌ. হিলভিউ, মুফতি মাওলানা মুজির উদ্দিন কদমতলি, মাওলানা মুজিবুর রহমান দারুল হুদা, মাওলানা আখতারুল ইসলাম দক্ষিণকাছ, মাওলানা সাইফুল্লাহ নয়াসড়ক, মাওলানা আবদুল্লাহ নেজামি রাজবাড়ি, মাওলানা আবদুল করিম শাহকরার, মাওলানা মাহমুদুর রহমান ষাটঘর।
সাধারণ সম্পাদক মাও. নজরুল ইসলাম বন্দর বাজার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম খরাদিপাড়া, সহ-সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আবদুস সামাদ উপশহর, মাওলানা শফীউল আলম সুবহানিঘাট, মাওলানা সৈয়দ সালিম কাসিমি রায়নগর, মাওলানা জুবায়ের আল মাহমুদ শাহসুন্দর, মুফতি মাওলানা মুতিউর রহমান দর্জিপাড়া, ক্বারি মাওলানা মুখতার আহমদ মেজরটিলা, মাওলানা সদরুল আমিন করিম উল্লাহ, মাওলানা হুমায়ুন কবির বাবর আল ফালাহ, মাওলানা মুস্তফা কামাল শাহপরান।
সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান জাহানপুর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার লাকড়িপাড়া, হাফিয মাওলানা কবির আহমদ করিম উল্লাহ।
প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান হাতিমবাগ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান নগরি শিবগঞ্জ, মাওলানা শামিম আহমদ চৌকিদেখি।
যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ বারুতখানা, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান টিলাগড়, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ দাড়িয়াপাড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা ইয়াহইয়া ফিরোজপুর, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাস টার্মিনাল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল আহাদ সওদাঘরটুলা, শ্রম বিষয়ব সম্পাদক মাওলানা ইলিয়াস দাড়িয়াপাড়া, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদ আহমদ করিম উল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহমান টিলাগড়, অফিস সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগি শিবগঞ্জ।
সদস্য মাওলানা আব্দুল মুকতাদির জামেয়াতুল খায়র, মাওলানা মুশতাক আহমদ ফিরোজপুর, মাওলানা আবদুল মুমিন মেজরটিলা, মাওলানা আবদুল গফুর প্রধান বন্দর বাজার, হাফিয মাওলানা বাহাউদ্দিন বাহার ঝেরঝেরিপাড়া, মাওলানা সাইদুজ্জামান আলী হায়দার দারুল কুরআন, মাওলানা আবদুর রহমান শাহজাহান মজুমদারপাড়া, হাফিয মাওলানা আবদুল্লাহ লামাবাজার, মাওলানা রায়হান আহমদ তেররতন, হাফিয মাওলানা সৈয়দ মাসুম শামিমাবাদ, হাফিয মাওলানা সুহায়ব আহমদ লামাবাজার, মাওলানা মাসুম আহমদ লেকসিটি, মাওলানা এমাদুদ্দীন সালিম পিরেরবাজার, মাওলানা হাসান মুহাম্মদ কামরুযযামান মিরাপাড়া, মাওলানা কায়সান মাহমুদ আকবরী দর্জিপাড়া, মাওলানা সালমান বিন মালিক কুদরতুল্লাহ, মাওলানা ওলিউল্লাহ পিরেরবাজার, মাওলানা আতিকুর রহমান বালুচর, মাওলানা নুরুল ইসলাম সুবহানিঘাট, মাওলানা সালিম আল আরশাদ, মিরাপাড়া।