শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ২০ শয্যার হাসপাতালটির উদ্বোধন হবে। ভিত্তিপ্রস্তরের প্রায় ১৫ বছর পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ফলে এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ উৎসব। মন্ত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যেই শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগদল গ্রামের গর্বিত সন্তান সাবেক জেলা প্রশাসক ও উপ-সচিব মোঃ মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রমের ফলে গ্রামে ৩ একর ভ‚মিতে নান্দনিক এই হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০০৬ সালে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালুর কার্যক্রম স্থানীয় রাজনীতির গ্যাড়াকলে পড়ে নানা কারণে বিলম্বিত হতে থাকে। ২০১৩ সালে তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত কোন ধরণের লোকবল ছাড়াই উদ্বোধন করলেও হাসপাতালের কার্যক্রম আজও চালু হয়নি। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে উদ্বোধনী সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। শনিবার বেলা ২টায় জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজনও করা হয়েছে।