শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
আবদুর রহমান জামী, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জের ভমবমি (ভাতগাঁও)-এর ৩ দিনব্যাপি তাফসির মাহফিলের আজ তৃতীয় দিন।
পরিষদের সভাপতি মাওলানা সুহাইল আহমদ সুহেল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে, মাওলানা জাকারিয়া মাহবুব ও আবদুর রহমান জামী ও মাওলানা ফখরুজ্জানানের যৌথ পরিচালনায় গতকাল শেষ দিনের প্রধান অতিথির তাফসির পেশ করেন হাফিয মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
বাদ মাগরিব তাফসির পেশ করেন মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। বাদ এশা মাওলানা আমিরুল ইসলাম-দিঘলবাঘি। বাদ আছর তাফসির পেশ করেন মাওলানা সুহাইল আহমদ সুহেল।
২য় দিনের শেষ অধিবেশনে তাফসির পেশ করেন মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারী ঢাকা। বাদ এশা ইউসুফ বিন এনাম শিবপুরী ঢাকা। বাদ মাগরিব বয়ান পেশ করেন প্রিন্সিপাল ‘জামিয়া দারুচ্ছুন্নাহ ওল্ডহাম ইউকের মাওলানা গোলজার আহমদ চৌধুরী।
১ম দিনে শেষ অধিবেশনে তাফসির পেশ করেন মাহমুদুল হাসান গুণবী। বাদ এশা মাওলানা জাফর আহমদ হেলালী ঢাকা।
অবশেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।।