মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী মদফুনে মাক্কি রহ-এর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসায় মঙ্গলবার দুপুরে মাদরাসা মসজিদে খতমে বুখারি অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে বুখারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মাহমুদ মাদানী ভারত।
মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল মতিন, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, মুফতি মাওলানা রশিদ মকবুল প্রমুখ।
প্রধান অতিথির আখেরি মুনাজাতের মাধ্যমে খতমে বুখারি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‘খতিবে যামান’ বইয়ের মোড়ক উন্মোচন
এদিকে জামেয়ার স্বনামধন্য মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খানকে নিয়ে লেখা ‘খতিবে যামান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা আব্দুল বছীর, মুফতি মাওলানা শফিকুল আহাদ সরদার, মাদরাসার প্রবীণ মুহাদ্দিস শিক্ষক মাওলানা ইসহাক আলী, নায়েবে মুহতামিম মাওলানা আনোয়ার পাশা, খতিবে যামান বইয়ের সম্পাদক মুহাদ্দিস হাফিয মাওলানা ইমদাদুল হক হাসারচরী, মাদানিয়া মাদরাসা সুনামগঞ্জের শিক্ষা সচিব মাওলানা দিলওয়ার হুসাইন, আমার সুরমা ডটকম সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবিদুর রহমান প্রমুখ।