শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের সাকিতপুর নিবাসি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছাব উদ্দিন সরদার (৭৩) বুধবার দুপুর ১টায় দিরাই পৌরসভাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাযে জানাযা বিকেল ৬টায় দিরাই বিএডিসি মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে ইমামতি করেন দারুল উলুম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান। মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাকিতপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
নামাযে জানাযায় দলীয় নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।