শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের, বাংলাদেশ স্কোর: ২৭৬/৯, জিম্বাবুয়ে স্কোর:২১৫/১০

জিম্বাবুয়েকে আরেকটি বাংলাওয়াশ টাইগারদের, বাংলাদেশ স্কোর: ২৭৬/৯, জিম্বাবুয়ে স্কোর:২১৫/১০

Bangladesh cricketer Mustafizur Rahman (C) celebrates with teammates after the dismissal of Zimbabwe cricketer Chamu Chibhabha during the third one-day international (ODI) match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 11, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

Bangladesh cricketer Mustafizur Rahman (C) celebrates with teammates after the dismissal of Zimbabwe cricketer Chamu Chibhabha during the third one-day international (ODI) match between Bangladesh and Zimbabwe at the Sher-e Bangla National Stadium in Dhaka on November 11, 2015.   AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

আমার সুরমা ডটকম : সিরিজে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে জিতে অনেক অর্জন এখন বাংলাদেশের। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়, জিম্বাবুয়েকে টানা সাত ম্যাচে হারানো এবং তিন সংস্করণের ক্রিকেট মিলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ম্যাচ জয়ের পর মাশরাফির দলের সামনে এবার আরেকটি অর্জনের হাতছানির ছিল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে জিম্বাবুয়েকে এক বছরের মধ্যে দুবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। প্রথম নয় ওভারের মধ্যেই তিনটি উইকেট হারানোর পর জিম্বাবুয়ের পক্ষে প্রতিরোধ গড়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা, শন উইলিয়ামস ও ম্যালকম ওয়ালার। কিন্তু ৩৭ ওভারের মধ্যে এই তিনজনকেই সাজঘরে ফিরিয়ে জয়ের পথে অনেকখানি এগিয়ে গেছে মাশরাফি বাহিনী। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের স্কোর দাঁড়িয়েছে ২১৫/১০। ৬৪ রানের লড়াকু ইনিংস খেলে মাশরাফির বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন উইলিয়ামস। এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু দুজনেই ৭৩ রান করে সাজঘরে ফেরার পর হঠাৎ করেই পথ হারিয়েছিল স্বাগতিকরা। দুই উইকেটে ১৯০ থেকে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ছয় উইকেটে ২২৬। তবে মাহমুদউল্লাহর অর্ধশতকে শেষ পর্যন্ত নয় উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com