শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় দিরাই ও শাল্লা উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর সোমবার রাত ১১টায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দিরাইয়ের ৩ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান কাজী, জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী আহমেদ বেগ ও তাড়ল ইউনিয়নে তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আকিকুর রেজা।
এছাড়া রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের ৫ম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বহিষ্কৃতরা হলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও হবিবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুবল চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল লেইস চৌধুরী।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এরা দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।