বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

দিরাইয়ে ইউপি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন: কঠোর অবস্থানে প্রশাসন

amarsurma.com

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
রাত পোহালেই সুনামগঞ্জের দিরাই উপজেলার নয়টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৩৯৭টি বুথে ভোট নেয়া হবে। উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা স্বচ্ছ ভোটগ্রহণের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানান দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান। তিনি আরও জানান, প্রথম থেকে নিয়ে এখন ১৬ কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছি। এরমধ্যে রফিনগরে ১টি, ভাটিপাড়ায় ২টি, রাজানগরে ১টি, চরনারচরে ২টি, করিমপুরে ১টি, জগদলে ৪টি, তাড়লে ৩টি ও কুলঞ্জে ২টি। এছাড়া সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে আমাদের কাছে সবকটিই বিবেচিত। স্বচ্ছ ভোটগ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনীসহ আমরা কঠোর অবস্থানে থাকবো বলেও তিনি জানান।
ভোটগ্রহণের মালামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে নির্বাচনের দিন মাঠ পর্যায়ে থাকবে বিজিবি, র‌্যাব, পুশিল, জুডিশিয়াল ম্যাজেস্ট্রিট, নির্বাহী ম্যাজেস্ট্রিট ও আনসার-ভিডিবিসহ পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অন্যদিকে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় জানান, উপজেলায় মোট ২০টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।
উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে রফিনগর ইউনিয়নে প্রতীক প্রাপ্তরা হলেন মোঃ আতিকুর রহমান (মোটর সাইকেল), মোঃ বদরুল আলম (ঘোড়া), জাহাঙ্গীর চৌধুরী (আনারস), শৈলেন্দ্র কুমার তালুকদার (নৌকা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২০৮ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ২৯১ জন ও নারী ৮ হাজার ৯১৭ জন।
উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ভাটিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাজাহান কাজী (চশমা), বদরুল ইসলাম চৌধুরী (মোটর সাইকেল), মাহমুদুল হাসান চৌধুরী (নৌকা), বিজিত চন্দ্র দাস (ঘোড়া)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ২৬৮ জন, এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৮৯ জন ও নারী ৭ হাজার ৫৭৯ জন।
রাজানগর ইউনিয়নে হলেন মোঃ রানা মিয়া (অটোরিকসা), জহিরুল ইসলাম (চশমা), মোঃ রুনু মিয়া সর্দার (আনারস), নওশেরান চৌধুরী (ঘোড়া), মোঃ নূরুল আমিন (মোটর সাইকেল), মোঃ সফিকুল হক তালুকদার (নৌকা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৮৩ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ১৫৯ জন ও নারী ৯ হাজার ২২৪ জন।
চরনারচর ইউনিয়নে রুকনুজ্জামান জহুরী (চশমা), তুরাব আলী (ঘোড়া), জগদীশ সামন্ত (নৌকা), সামছুল আলম তালুকদার (মোটর সাইকেল), পরেশ লাল দাস (অটোরিকসা), পরিতোষ রায় (আনারস)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৩৩ জন, এরমধ্যে পুরুষ ১০ হাজার ১৭৪ জন ও নারী ৯ হাজার ৯৫৯ জন।
দিরাই সরমঙ্গল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এহসান চৌধুরী (মোটর সাইকেল), মোঃ মোয়াজ্জেম হোসেন (চশমা), কানুলাল দাস (টেবিল ফ্যান), সেলিম মিয়া (ঘোড়া), রঞ্জিত রায় (নৌকা), তপন কান্তি তালুকদার (আনারস), কৃষ্ণ কান্ত রায় (মশাল)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭০৯ জন, এরমধ্যে পুরুষ ৫ হাজার ৭৮০ জন ও নারী ৫ হাজার ৯২৯ জন।
করিমপুর ইউনিয়নে মোঃ সিজিল মিয়া (মোটর সাইকেল), মোঃ আতাউর রহমান বাদশা (ঘোড়া), তপু দাস (ঢোল), মোঃ নজরুল ইসলাম (আনারস), মোঃ সেলিম সরদার (চশমা), লিটন চন্দ্র দাস (নৌকা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৩২৬ জন, এরমধ্যে পুরুষ ৯ হাজার ৭৭১ জন ও নারী ৯ হাজার ৫৫৫ জন।
জগদল ইউনিয়নে আব্দুল বাছিত (ঘোড়া), ইমদাদুল হক আরকান (মোটর সাইকেল), তোফায়েল আহমদ (চশমা), মোঃ জহিরুল ইসলাম (হাতপাখা), বর্তমান চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ (আনারস), মোঃ হুমায়ুন রশীদ (নৌকা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩৫ জন, এরমধ্যে পুরুষ ১১ হাজার ১৬৫ জন ও নারী ১১ হাজার ১৭০ জন।
তাড়ল ইউনিয়নে আলী আহমদ (চশমা), মোঃ নূরুল হক তালুকদার (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ (টেলিফোন), মোঃ লাল মিয়া (আনারস), মোঃ আকিকুর রেজা (মোটর সাইকেল), মোঃ আহম্মদ চৌধুরী (নৌকা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৬৯ জন, এরমধ্যে পুরুষ ৭ হাজার ৬৭০ জন ও নারী ৭ হাজার ৮৯৯ জন।
কুলঞ্জ ইউনিয়নে মোঃ আনহার মিয়া (টেলিফোন), বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান (টেবিল ফ্যান), পবিত্র মোহন দাস (ঘোড়া), মোহাম্মদ একরার হোসেন (মোটর সাইকেল), চান মিয়া চৌধুরী (আনারস), মোঃ মিলন মিয়া (নৌকা), মোঃ আলাউর রহমান তালুকদার (চশমা), আবু সালেহ (অটোরিকসা)। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫৫ জন, এরমধ্যে পুরুষ ১১ হাজার ৩৪ জন ও নারী ১১ হাজার ২১ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com