রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

দিরাইয়ে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসীরা

amarsurma.com

সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দিরাইয়ে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ফেসবুকভিত্তিক সংগঠন দিরাই শাল্লার জনস্বার্থে গ্রুপ। শনিবার দুপুরে প্রবাসী ওই সংগঠনের একটি প্রতিনিধি দল দিরাই পৌর সদরের বাজার মসজিদের ভূমি ক্রয় ফান্ডে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ভরারগাঁও মাদ্রাসার নির্মাণ কাজের তহবিলে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল লতিফ জেপি। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. ছাদ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ময়না মিয়া, দিরাই থানা ডেভেলপমেন্ট ইউকে সভাপতি সেলিম সরদার, এডভোকেট কামাল হোসেন, দিরাই বাজার জামে মসজিদের ইমাম মো. ইব্রাহিম খলিল, ভরারগাঁও মাদ্রাসার পরিচালক আবু নোমান সরদার, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সহসভাপতি হাজী হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, প্রবাসী মহিউদ্দিন জগনু, এমদাদ মিয়া, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির চেয়ারম্যান শাহজাহান সিরাজ, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার, সমাজকর্মী সুমন শহীদ, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, আলমগীর হোসেন প্রমুখ।

বেলা ১১টায় দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কের পৃষ্ঠপোষকতায় দিরাই পৌর সদরে পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন ও দিরাই শাল্লার জনস্বার্থে গ্রুপের অর্থায়নে হতদরিদ্র রিকশাচালককে নতুন ব্যটারি চালিত রিকশা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমি পরিদর্শন ও সেখানে মতবিনিময় সভা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com