মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এই ধাপে দেশের মোট ১শ’ ৩৭টি ইউনিয়নে ভোট হবে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তে উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা।
সপ্তম ধাপের ভোটের মধ্য দিয়েই, ইউপির ধারাবাহিক নির্বাচন শেষ হবে। এরপর নির্বাচন উপযোগী ইউপিগুলোতে বিচ্ছিন্নভাবে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ২৯ ডিসেম্বর এক তফসিলে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোট কারার ঘোষণা দেয় কমিশন।
ইতোমধ্যে ইউপি নির্বাচনের ৭ ধাপের মধ্যে ৬ ধাপ সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৫ম ধাপের নির্বাচন, ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপ, সপ্তম ধাপ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।