মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সিএনজিতে গ্যাস নেয়ার জন্য সুনামগঞ্জ যাওয়ার পথে ভার্ড চক্ষু হাসপাতাল সংলগ্ন হাছন রাজা তোরণের পাশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যান। রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের লতিব উল্লাহর ছেলে আব্দুল আহাদ (৪২) দুপুরে গ্যাস নেয়ার জন্য দিরাই থেকে যাওয়ার পথে ভার্ড হাসপাতাল সংলগ্ন হাছন রাজা তোরণের পাশে সুনামগঞ্জ থেকে সিলেটগামি বাসের সাথে তার সিএনজি মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।