রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে ফজরের নামায শেষে মসজিদ থেকে বের হওয়ার আগেই হঠাৎ পড়ে গিয়ে এক মুসুল্লি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জানা যায়, দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামের মৃত সুর্জা উল্লাহ সরদারের ছেলে আব্দুস সুবহান সরদার (৬০) শুক্রবার সেহরি খাওয়ার পর ফজরের নামায পড়তে গ্রামের জামে মসজিদে যান। নামায শেষ হয়ে গেলে সবার পরে তিনি মসজিদ থেকে বের হতে চাইলে হঠাৎ দাঁড়ানো মাত্রই পড়ে যান। আশাপাশের লোকজনকে বলেন তার মাথা উত্তর দিকে নেয়ার জন। উপস্থিত মুসুল্লিগণ তার কথামতো মাথা উত্তর দিকে নেয়ার সাথে সাথেই তিনি ইন্তেকাল করেন। মৃৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাদ জুমআ জানাযার নামায শেষে তাকে পারিবারেক কবরস্থানে দাফন করা হয়।