শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় বিবদমান দু’গ্রুপের মামলায় বৃহস্পতিবার দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়ার পক্ষের ১৪ জনের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
আদালত কর্তৃক জামিনপ্রাপ্তরা হলেন দিরাই পৌরসভার সাবেক মেয়র ও সদ্য বিলুপ্ত দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, তার ছেলে বাংলাদেশ ছাত্রলীগ দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ তাজবীর মিয়া, মুজিবুর রহমান, নাজিম উদ্দিন, মশিউর রহমান, মতিউর রহমান মতি মিয়া, জাবেদ মিয়া, ধনীর রঞ্জন রায়, রুবেল সরদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, আব্দুল্লাহ, নাজমুল ইসলাম ও অনিক রায়।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে মঞ্চে উঠা নিয়ে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধশত আহত ও ১ জন নিহত হয়।