মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
বিশ্ব মুসলিমের শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনায় পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। দেশের অন্যান্য স্থানের মতো সুনামগঞ্জের দিরাইয়েও ঈদুল ফিতরের নামায শান্তিপূর্ণভাবেই আদায় করেছেন মুসল্লিগণ।
ঈদের দিনে আবহাওয়ার বিরূপ প্রভাব থাকার পূর্বাভাষ থাকলেও শেষ পর্যন্ত কোন ধরণের বৃষ্টি বা ঝড়-তুফান ছাড়াই দিরাইয়ের ধর্মপ্রাণ মুসল্লিরা নামায আদায় করেছেন। ঈদগাহ ও মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে শেষ হয়েছে দিরাই উপজেলার সকল ঈদের জামাত। নামায শেষে ধর্মপ্রাণ মুসল্লিগণ নিজেদের জীবিত ও মৃত আত্মীয়-স্বজনসহ বিশ্ব মুসলিমের শান্তি, সম্বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের জন্য বিশেষ মোনাজাত করেছেন।
দিরাই উপজেলায় এবার কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই ঈদুল ফিতর উদযাপিত হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন।