শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে সৌরভ দাস (১৫) নামে এক বালক বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের নিশিকান্ত দাসের পুত্র।
দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সৌরভ বিষপান করলে সাথে সাথেই তাকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সৌরভ মানসিক রোগী ছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবী করছে পরিবারের লোকজন। গতকাল সকালে তার লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে দিরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।