মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
সভাপতি আব্দুল বাছির, সম্পাদক মুজাহিদ
আমার সুরমা ডটকম:
‘সাদাকে সাদা আর কালোকে কালো’ বলার দৃঢ় প্রত্যয় নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ১১ সদস্য বিশিষ্ট দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আব্দুল বাছির সরদারকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দিরাই প্রতিনিধি মুজাহিদ সর্দার তালহাকে সাধারণ সম্পাদক করে গতকাল পৌরশহরের একটি হোটেলে এ কমিটি ঘোষিত হয়। এক বছর মেয়াদি কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি রুহুল আমিন (দৈনিক খবর ও নিউনেশন), সহ-সাধারণ সম্পাদক জুবের সরদার দিগন্ত (ওপেন বাংলা), মোঃ বদরুজ্জামান বদরুল (জাগ্রত সিলেট), কোষাধ্যক্ষ সালমান মিয়া (সময়ের আলো), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন (যায়যায়দিন), প্রচার সম্পাদক এসএম উমেদ আলী (ভোরের আওয়াজ), আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান পাভেল (অগ্নিশিখা), নির্বাহী সদস্য সুজন মিয়া (জাগ্রত সিলেট) ইফতেখার মোঃ নাবিল চৌধুরী (জৈন্তা বার্তা)।