বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
‘মানুষ ও মনুষ্যত্বের মুক্তিতে, মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে একাত্ব হোন। ডান-বাম নয়, হাঁটতে হবে বাংলাদেশ বরাবর’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠা লাভ করা নতুন রাজনৈতিক জোট গণমুক্তি জোট সমর্থিত ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী রশিদ মিয়াকে নির্বাচনমুখি রাজনৈতিক জোট গণমুক্তি জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। গণমুুক্তি জোটের কেন্দ্রীয় কমিটি তাকে এ পদে মনোনীত করে বলে জানা গেছে।
সূত্র জানায়, রশিদ মিয়া সুনামগঞ্জের দিরাই পৌরসভার ১নং ওয়ার্ডের চান্দিপুর গ্রামের মৃত মোঃ আব্দুল করিম মিয়ার ছেলে। তিনি সর্বশেষ দিরাই পৌরসভার নির্বাচনে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এরপর সদ্য সমাপ্ত চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে দলের ছড়ি প্রতীকে নির্বাচন করে আলোচনার কেন্দ্র-বিন্দুতে চলে আসেন।
গণমুক্তি জোটের সমন্বয়ক পদে মনোনীত হওয়ার ব্যাপারে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, দলের সম্বনয়ক হিসেবে দায়িত্ব পেলাম, গনমুক্তি জোটের দিক নির্দেশনা অনুযায়ী ৩০০ আসনের প্রার্থীর সাথে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব। ইতিমধ্যে ১৪৫ প্রার্থীর নাম ও মোবাইল নাম্বার পেয়েছি। ধন্যবাদ নয়, কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমুক্তি জোট পরিবারের।