মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ

মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ

amarsurma.com
মেয়রের সাথে সৌজন্য সাক্ষাতে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ

আমার সুরমা ডটকম:

দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আশরাফ আলী, সদস্য সচিব মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা ইয়াহইয়া, সদস্য সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম বাপ্পু, কাওছার আহমদ, শাহ আলম, মুহিবুর রহমান ওদুদ, রুবেল চৌধুরী, এমরান হোসেন, গওহর হোসেন, মশিউর রহমান, জুবের আহমদ, মাহফুজ আমিন, আব্দুল্লাহ মিয়া, সেবুল মিয়া, কামাল মিয়া, মাওলানা আসআদ আহমদ, সুজাউল হক, শামসুল ইসলাম।
কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের বর্তমান বাসস্টেশনের সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় মেয়র দিরাই বাসস্টেশনের সার্বিক সমস্যার বিষয়ে অবগত আছেন বলে জানান। পাশাপাশি কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞপন করে বলেন, পৌরসভার কাউন্সিলরদের নিয়ে আগামি মিটিংয়েই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে ঊর্ধ্বতন মহলের সঙ্গেও এ বিষয়ে আলাপ করবো। তিনি আরও বলেন, জায়গা নিয়ে কিছু সমস্যায় আছি, তবে আপনাদেরসহ সকলের সহযোগিতা পেলে অবশ্যই একটি ভালো উদ্যোগ নিতে পারবো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com