রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাই বাসস্টেশনকে যানজটমুক্ত করতে দূরপাল্লার ঢাকাগামি গাড়িগুলোকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখার লক্ষে দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির কার্যক্রমের অংশ হিসেবে সোমবার বিকেলে সুনামগঞ্জের দিরাই পৌরশহরের বাসস্টেশনে গাড়ি রাখার জায়গা চিহ্নিত করণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, এসআই আব্দুস সাত্তার, দিরাই ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আব্দুল ওয়াহিদ, কাচা মিয়া, কনর মিয়া, কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ আশরাফ আলী, সদস্য সচিব মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সদস্য মোঃ শাহ আলম, মুহিবুর রহমান ওদুদ, রুবেল চৌধুরী, আব্দুল্লাহ মিয়া, কামাল মিয়া, আমিরুল ইসলাম বাপ্পু প্রমুখ।