রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দীর্ঘ কয়েক বছর ধরে বাসস্টেশনে পড়ে থাকা দিরাই পৌরসভার ট্রাকটিকে অবশেষে সরানো হল। মঙ্গলবার দুপুরের মধ্যেই ট্রাক সরানোর কাজ শেষ হয় বলে সরেজমিন গিয়ে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র মরহুম হাজী আহমদ মিয়ার সময়কালে তাদের প্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য একটি ট্রাক পান। দীর্ঘদিন এটি সচল থাকলেও গত কয়েক বছর ধরে দিরাই বাসস্টেশনে অচল হয়ে রাস্তায় পড়েছিল এ ট্রাকটি। সেখানে গাড়ি চলাচল করা ও পথচারীদের সমস্যা হলেও কেউই এটি সরাতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সর্বশেষ পৌরসভার বর্তমান মেয়র বিশ্বজিৎ রায়ের উদ্যোগে এটি সরানোর কারণে তিনি প্রশংসায় ভাসছেন।
জানা যায়, বর্তমান পরিষদ নির্বাচিত হওয়ার পর বাসস্টেশনের অনেকেই এ ট্রাকটি সরাতে মেয়রকে অনুরোধ করেন। কিন্তু বিভিন্ন কারণে সেটি আর সরানো হয়নি। গত ৫ নভেম্বর দিরাইয়ে একমাত্র বাসস্টেশনটি যানজটমুক্ত করতে সেখানে দায়িত্ব পালন করা আঞ্চলিক ও দূরপাল্লার গাড়ির মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বসেন দিরাই বাসস্টেশন স্থানান্তর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা।
এ সময় দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনসহ প্রায় অর্ধশতাধিক লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে আঞ্চলিক বাস সমিতির ম্যানেজার কাচা মিয়া মেয়রকে লক্ষ্য করে ট্রাক সম্পর্কে বক্তব্য দিলে তিনি সাথে সাথেই ফোন করে এটি সরানোর ব্যবস্থা করেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার দীর্ঘদিন ধরে পড়ে থাকা অকেজো ট্রাকটিকে সরিয়ে নেয়া হয়।