মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
দিরাইয়ে সিএনজিতে যাত্রী তোলা নিয়ে এক সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া ও জকিনগর গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
গ্রামবাসি ও আহতদের সূত্রে জানা যায়, বুধবার দুুপরে গছিয়া বাজারে গছিয়া গ্রামের সিএনজি চালক যাত্রী তোলে। এতে বাধা দেয়া জকিনগর গ্রামের অপর চালক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর জকিনগর গ্রামের লোকজন গছিয়া গ্রামের পূর্বপাড়ে দিরাই থেকে আসা সিএনজি চালক গছিয়া গ্রামের সোহানকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটায়। এ সময় সোহানের সিএনজি ভাঙচুর ও তার সাথে থাকা ২ লাখ ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তার আত্মীয়রা। খবর পেয়ে সোহানের আত্মীয়-স্বজন ও গ্রামবাসি জড়ো হলে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর কাজল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২২), হাসান মিয়ার ছেলে আমির হোসেন (২০), মান উল্লাহর ছেলে রুবেল মিয়া (৩০), মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে এরশাদ মিয়া (৬০), ফজলুল হকের ছেলে হাবিবুর রহমান (৩০), সুলতান মিয়ার ছেলে কামরুজ্জামান (২৫), মাহবুবুজ্জামান (২১) ও শহিদুজ্জামান (১৮), সফিক মিয়ার ছেলে সহিদুল হাসান (৩০), আব্দুর রূপ মিয়ার ছেলে মিটু মিয়া (২৩), আকিল মাহমুদের ছেলে সজিব মাহবুব (৩৬), হাবিবুর রহমানের ছেলে সাকিল মিয়া (১৭), সোনা উল্লাহর ছেলে এপরাজ মিয়া (২১), আশিক মিয়ার ছেলে লিপন মিয়া (৪০), আক্কল আলীর ছেলে সোহান মিয়াকে (৩০) সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি বলে থানা সূত্রে জানা যায়।