শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও একধাপ পেছাল বাংলাদেশ। তুলনামূলকভাবে এগিয়ে আছে আফগানিস্তান-পাকিস্তানের মতো রাষ্ট্রও। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩ তম। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বরাবরের মতো সবার ওপরে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড এবং তৃতীয়তে ডেনমার্ক। এই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৪৫ তম। ১৭৯ ও ১৮০ তম হয়ে তলানিতে আছে চীন ও উত্তর কোরিয়া।