বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ি প্রতীক বরাদ্দের দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।
দিরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
সূত্র মতে, চেয়ারম্যান পদে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রতীক পেয়েছেন (দোয়াত কলম), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া (আনারস), সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজাদুল ইসলাম (মোটর সাইকেল), উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায় (ঘোড়া), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা (টেলিফোন)। ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতীক পেয়েছেন এ বি এম মনসুর (টিয়া পাখি), ফয়ছাল মিয়া কাওসার (টিউবওয়েল), মোঃ এখলাছুর রহমান (তালা), মোঃ নাজমুল হাসান (চশমা), রুহুল আমিন (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী (হাঁস), মোছাঃ রীনা বেগম (ফুটবল), হাফছা বেগম (সেলাই মেশিন)।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের ব্যাপারে দিরাই উপজেলা নির্বাচন অফিসার মিঠুন মল্লিক জানান, প্রতীক সাধারণত প্রার্থীদের চাহিদানুায়ি দেয়া হয়। এক্ষেত্রে যদি একাধিক প্রার্থী একই প্রতীক চান, তবে সে ক্ষেত্রে লটারি দেয়া হয়। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন, কেউ বাছাইয়ে বাদ না পড়ায় এখন পর্যন্ত সবাই বহাল রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বনস্দ্বীতা করতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোটগ্রহণ ৮ মে।