শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নূরানী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময় তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দিরাইয়ে যথাযথ মর্যাদায় রোকেয়া দিবস ও দুর্নীতি বিরোধী দিবস পালিত শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার
শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল

শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল

amarsurma.com
শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল

আমার সুরমা ডটকম:

হাদীসের দরস দানের বিরল কৃতিত্বের অধিকারী, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী গতকাল বুধবার সকাল ৮টায় জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৮ বছর।
গতকাল বুধবার বাদ আসর জকিগঞ্জের সোনাসার বাসস্ট্যান্ডের পূর্ব পাশের মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জানাযা শেষে মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদরাসা প্রাঙ্গনে শায়খ আবদুল গাফফার মামরখানি (রহ)-এর পাশে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুম মুহাদ্দিস ছাহেবের ছাহেবজাদা মাওলানা কামাল উদ্দিন। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুসাব্বির আইয়রী। নাইবে মুহতামিম মুফতী আব্দুল মুনতাকিম, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়্যুম ও মরহুমের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য মদরিস আলী মেম্বার। জানাযায় সিলেট অঞ্চলের সর্বস্তরের মুসলিম জনতা এবং বিভিন্ন মাদরাসার মুহতামিম, মুহাদ্দিস, শিক্ষক ও হাজার হাজার ছাত্র জনতা অংশগ্রহণ করেন। নিজের এলাকার মানুষের কাছে ‘মাটিয়া ফেরেশতা’ নামে মশহুর ছিলেন শায়খুল হাদীস মুকাদ্দাস আলী। একদিকে যেমন ইলমে হাদিসের ওপর অগাধ পা-িত্য, অন্যদিকে নিভৃতচারিতা ও বুজুর্গিতে অতুলনীয় ছিলেন সিলেটের জকিগঞ্জ এলাকার ধর্মপ্রাণ জনগোষ্ঠীর কাছে।

টানা ৭০ বছর ধরে দেশের সীমান্ত অঞ্চল সিলেটের জকিগঞ্জে নিভৃতে বসে হাদিস শরিফের দরস প্রদান করে গেছেন। বাংলাদেশে একাধারে এত দীর্ঘকাল হাদীসের দরস প্রদানের সৌভাগ্য আর কোনো শায়খুল হাদিসের হয়নি বলে অভিমত বিজ্ঞজনের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com