বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

দিরাইয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

amarsurma.com
দিরাইয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ

আমার সুরমা ডটকম:

দিরাই উপজেলার খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রাথমিক তালিকা প্রণয়ন করেছে উপজেলা খাদ্য বিভাগ। বুধবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ ও কৃষি অফিস সহকারি লিটন চন্দ্র পাল। এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক ও লটারীতে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে জমাকৃত আবেদনের প্রেক্ষিতে উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য গতকাল আবেদনকারীদের উপস্থিতিতেই তা সম্পন্ন করে প্রাথমিক একটি তালিকা প্রণয়ন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ১৮টি পয়েন্টের জন্য ১৮ জনকে ডিলার নিয়োগ দেয়া হয়। তারা হলেন রফিনগর ইউনিয়নের খাগাউড়া বাজারে আব্দুল কাদির ও বাংলা বাজারে মোঃ জমিরুল ইসলাম, ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজারে মোঃ জমির রহমান ও মধুরাপুর বাজারে স্বপন আহমদ চৌধুরী, রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে তানভীর রহমান ও গচিয়া বাজারে লিটন মিয়া, চরনারচর ইউনিয়নের চরনারচর বাজারে লিটন বৈদ্য ও শ্যামারচর বাজারে তোফিকুল ইসলাম, দিরাই সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী বাজারে নিপাশ তালুকদার ও নাচনী বাজারে রায়হান মিয়া, করিমপুর ইউনিয়নের টুকদিরাই বাজারে আশিকুর রহমান ও টানাখালী বাজারে আবুল হোসেন, জগদল ইউনিয়নের কলিয়ার কাপন বাজারে মোঃ সুমন মিয়া চৌধুরী ও হুসেনপুর বাজারে মোঃ আবুল লেইছ, তাড়ল ইউনিয়নের ধল বাজারে নূরে আলম সিদ্দিকী ও টেলিফোন বাজারে মোঃ নাঈম মিয়া, কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা বাজারে মোঃ শাহিন মিয়া ও আকিলশাহ বাজারে মোঃ নাসির উদ্দিনকে প্রাথমিক ডিলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার জানান, প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে কৃষি বিভাগের লোক দিয়ে তদন্ত করে গণশুনানীর মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। এরই ভিত্তিতে আজকে উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রাথমিক তালিকা প্রণয়ন করা হলো। এখন যদি বড় ধরণের কোনো অভিযোগ আসে, তবে পুনরায় তদন্ত করে ডিলার নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com