মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিখোঁজের আটদিন পর স্কুলছাত্র পুলক চন্দ্র রাউতের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক কুদ্দুছ ও শাহাব উদ্দিন শাবুর দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের পাখিটিকি এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক সফিউল কবির জানান, আটক আবদুল কুদ্দুস ও শাহাব উদ্দিন শাবু পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তারা দুজন বাউরভাগ গ্রামের শফিক আহমদের ছেলে। হত্যাকাণ্ডে অংশ নেয়া আরো এক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। খুন হওয়া পুলক চন্দ্র রাউত জৈন্তাপুরের চারিকাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত ১০ ডিসেম্বর সারিঘাট বাজারের উদ্দেশে বের হয়ে সে নিখোঁজ হয়েছিল। পুলক নিখোঁজের পর তার বাবা জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলক নিখোঁজের পেছনে হাত থাকতে পারে এমন সন্দেহে এলাকার লোকজন কুদ্দুস ও শাবুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুজন জানায়, তারা পুলককে হত্যা করে পাখিটিকি এলাকার ভূঁইয়া ফিশারিজের পাশে একটি ডোবায় কচুরিপানা দিয়ে লাশ চাপা দিয়ে রেখেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পুলকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার উপপরিদর্শক মিন্টু জানান, এলাকাবাসীর সহযোগিতায় কুদ্দুছ ও শাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তারা জানায়, তিনজন মিলে পুলককে খুন করা হয়। তাদের দেয়া তথ্য মতে পুলকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেয়া অপর যুবক বাউরভাগ উত্তর (পুঞ্জি) গ্রামের স্বপন বিশ্বাসকে (২০) গ্রেপ্তারের চেষ্টা চলছে।