বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সরকার জঙ্গি ও সন্ত্রাসবাদ কঠোরহস্তে মোকাবেলা করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ট্রেন মিস করে চরম দেউলিয়াত্বের পরিচয় দিয়েছিল; এখন আবার তারা পৌর নির্বাচন নিয়ে নানা কথা বলছে। শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ্ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তফাজ্জল হোসেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খাঁন, পানি উন্নয়ন বোর্ডের ডিজি ইসমাইল হোসেন, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা ও এডভোকেট শামসুল ইসলাম।
যুবলীগ নেতা এনামুল হক লিটু ও কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের উত্থান ঘটেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেই। তাই বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। উন্নয়নের জোয়ার বইছে দেশব্যাপী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সাজ্জাদুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।