রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজার বাঁশতলা সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ সুদীপ্ত নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি। রোববার দুপুর ১টার দিকে বাংলাদেশ-ভারত সীমানার ১২৩২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের বাঁশতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানায়, বিএসএফ সদস্য সুদীপ্ত দুপুরে অস্ত্রসহ আন্তর্জাতিক ১২৩২ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশ ভূ-খণ্ডে চলে আসেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে আটক করে ২৮ বিজিবির বাঁশতলা বিওপিতে নিয়ে আসে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার সংবাদমাধ্যমকে জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিকেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।