শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : ‘মাদরাসা শিক্ষক সমিতি জগন্নাথপুর’-এর ২ বছরের জন্য (২০১৬-১৭) সমিতির নব নির্বাচিত কমিটি গঠন করা হয়। গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার মাওলানা ছমির উদ্দিনের সভাপতিত্বে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীন (সভাপতি), অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ (সহ-সভাপতি), অধ্যক্ষ মাওলানা মস্তফা কামাল (সহ-সভাপতি), অধ্যক্ষ হাফেজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ (সাধারণ সম্পাদক), সুপার মাওলানা তাজুল ইসলাম আলফাজ (সহ-সাধারণ সম্পাদক), সুপার মাওলানা মখছুছুল করীম চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), মাওলানা ফয়েজ উদ্দীন (সহ-সাংগঠনিক সম্পাদক), সুপার মাওলানা আব্দুল গাফফার আজাদ (অর্থ সম্পাদক), সুপার মাওলানা আমির আলী (সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক), মাওলানা আব্দুল মান্নান (সমাজ কল্যাণ সম্পাদক) সহ ৩১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি গঠন করা হয়। সদস্যগণ হলেন অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ মানিক, সুপার মাওলানা আমিরুল ইসলাম, সুপার মাওলানা ছালেহ আহমদ, সুপার মাওলানা বদরুল আলম, সুপার মাওলানা জমির উদ্দীন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা তাজুল ইসলাম, মুফতি মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আহমদ আলী, মাওলানা নূরুল হক, এডিএম ফখর উদ্দীন, মাওলানা ওলিউর রহমান, মাওলানা নূর আহমদ, নূর মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আসাব উদ্দীন, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ আনোয়ারুল হক, মোঃ এখলাছুর রহমান, মোঃ সায়াদুল ইসলাম প্রমুখ।