শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া শাহজালাল মানবকল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের লন্ডন প্রবাসী মনোয়ার হোসেন, সাইফুর রহমান, রুহুল আমিন, আবদাল হোসেনসহ কয়েকজনের অর্থায়নে বিভিন্ন মসজিদ ও একটি মাদরাসায় ধর্মীয় বই বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় উপজেলার ডুংরিয়া বাজার জামে মসজিদে ডুংরিয়া বড় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা সিরাজুল ইসলাম বাহারের সভাপতিত্বে ও হাফিজ আব্দুল্লাহর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী ও শাহজালাল মানবকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ ইলিয়াছ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ডুংরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুল বারী, ডুংরিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফিজ আক্তার হোসেন, শিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদুর রহমান, ডুংরিয়া মহিলা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল আজিজ, শিক্ষক মাওলানা জুনাইদ আহমদ, শিবপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাজিদুর রহমান, ডুংরিয়া বড় জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা মুশাহিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আব্দুর রশিদসহ প্রমূখ। পরে অতিথিবৃন্দরা ডুংরিয়া গ্রামের ৮টি মসজিদ ও একটি মাদরাসার ইমাম ও শিক্ষকদের হাতে বই বিতরণ করেন।