শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
ব্র্যাকের কমিউনিটি ল্যাট্রিন উদ্বোধন

ব্র্যাকের কমিউনিটি ল্যাট্রিন উদ্বোধন

as5আমার সুরমা ডটকম : ‘বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক হাওড় অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। এই হাওড়াঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিজস্ব জমির পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে খুবই কম, এক ঘরে তাদের একাধিক পরিবারের বসবাস। বিষয়টি অনুধাবন করে ব্র্যাক উদ্ভাবন করে কমিউনিটি ল্যাট্রিন। একটি হাটির ১৫-২০টি পরিবার যাতে তাদের পানীয় জলের চাহিদা পূরণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও আধুনিক স্যানিটেশন সুবিধা ভোগ করতে পারে, সে জন্য ব্র্যাক চরনারচর, ভাটিপাড়া, রফিনগর, তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন হাটিতে কমিউনিটি ল্যাট্রিন স্থাপন করে যাচ্ছে। নারী-পুরুষের জন্য আলাদা ল্যাট্রিন, নারীদের জন্য গোসলখানা এবং পুরুষদের জন্য আলাদা প্রস্রাবখানাসহ একটি টিউবওয়েল, পানি উত্তোলনের একটি ইলেক্ট্রিক মটর, ভবনের উপরে পানির ট্যাংকি এবং সকল কাজ সম্পাদনসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার একটি প্যাকেজ দিয়ে যাচ্ছে। শুধু কমিউনিটি ল্যাট্রিন নয়, ব্র্যাক দিরাই উপজেলায় এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিনামূল্যে বিতরণ করেছে। জনগণের দায়িত্ব হলো বিনামূল্যে পাওয়া এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং এগুলোর রক্ষণাবেক্ষণ করা।’
আজ ২০ জানুয়ারি২০১৬ খ্রিস্টাব্দ বুধবার সকাল ১০টায় ২নং ভাটিপাড়া ইউনিয়ন সংলগ্ন মধুরাপুর গ্রামের ১৬টি পরিবারের মধ্যে ব্র্যাক প্রদত্ত কমিউনিটি ল্যাট্রিন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উক্ত কথাগুলো বলেন। বক্তারা বলেন, ব্র্যাক বিশ্বাস করে, হাওড়পাড়ের দরিদ্র মানুষগুলো আধুনিক সুবিধা সম্বলিত স্যানিটেশন ব্যবস্থার আওতায় এসে তাদের জীবন-মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।
২নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির দিরাই উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ আব্দুর রাজ্জাকসহ এলাকার সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ কয়েকশত নারী-পুরুষ। পাশাপাশি আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পাকি চৌধুরী, ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী ও মোঃ মানিক মিঞা, সংরক্ষিত আসনের ইউপি সদস্যা মোছাঃ রেনুকা বেগম ও মোছাঃ ঝরণা পারভীন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি ভাটিপাড়া অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ আবুল মনসুর চৌধুরী ও মোঃ ওয়াজেদ আলী এবং ব্র্যাক এসএলজির মোঃ রফিকুল ইসলাম, তারেক মাহবুব, শফিক, শিমূল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ভাটিপাড়া ব্র্যাকের প্রসূতি ডেলিভারী সেন্টার ও ব্র্যাক পরিচালিত দত্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com