বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের সৈনিক হিসেবে কাজ করতে হবে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ জেলার মানুষ যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এতো ভালবাসেন, এখানে না আসলে অনুভব করতে পারতাম না। আজ এ অঞ্চলে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন-অর-রশিদ, জেলা আওয়ামীলীগের প্রচার স¤পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিকলীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, থানার ওসি আল-আমিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, আসাদুর রহমান আসাদ, জসিম উদ্দিন, এডঃ বোরহান উদ্দিন দোলন, আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান সুজন, সাব্বির আহমদ, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি বদরুল খান, সাধারণ স¤পাদক শামছুল ইসলাম, যুগ্ম-সাধারণ স¤পাদক লিয়াকত আলী, প্রচার স¤পাদক নুর আলম, উপজেলা তরুণলীগের সভাপতি ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হযরত আলী, ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক বিশ্বজৎ, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, ডা. শোয়েব আহমেদ জায়গীরদার প্রমূখ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বেসরকারী একটি হেলিকাপ্টারে করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় অবতরণ করেন। পরে একই হেলিকপ্টারে সিলেট বিভাগের হবিগঞ্জের উদ্দ্যেশে যাত্রা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দক্ষিণ সুনামগঞ্জে আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।