শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন ভোটার হিসেবে ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন। সবমিলে এখন দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার সংখ্যা ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন। রোববার ইসি সচিবালয়ে চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করা হয়। ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।