রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ে গত ২৬ জানুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব জাহান মিয়ার সভাপতিত্বে ও সুজন মিয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাসুক মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাবিবুর রহমান, নিম্বর খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারি শিক্ষক মোঃ নূর উদ্দিন, রঞ্জিত দাস, শফিকুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী মাহফুজ আহমদ, দশম শ্রেণির ছাত্র মোস্তফা মহসিন প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান জানান, এলাকার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের আন্তরিক প্রচেষ্টায় সরকারি ফ্যাসিলিটিজ বিভাগ থেকে পাওয়া একশত ফুট লম্বা চারতলা ফাউন্ডেশনের একতলা ভবন সম্পন্ন হয়েছে, তাতে ব্যয় হয়েছে ৯৮ লাখ টাকা। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই মোঃ কুটি মিয়া ও মোঃ মোতাহির মিয়া বিভিন্নভাবেই সহযোগিতা করে আসছেন।