শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : কোনো নির্ধারিত কর্মসূচি ছাড়াই রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেছেন নির্বাচন কমিশনের ছয় সদস্য। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তাঁরা।
সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী এবং কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম। আরেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ দেশের বাইরে থাকায় তিনি সঙ্গী হতে পারেন নি। বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে ইসি কার্যালয় ছেড়ে যাওয়ার সময় সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সিইসি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমরা তো প্রতিবছরই যাই, আজ হঠাৎ করে যাচ্ছি।’ ইসির একটি সূত্র জানিয়েছে, বর্তমান কমিশনের চার বছরের সার্বিক অগ্রগতি ও অন্যান্য বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে তাঁর সঙ্গে দেখা করতে গেছেন কমিশনের সদস্যরা। দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেল ইসি। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা জানান, এ মুহূর্তে নির্বাচন কমিশনে দেশের ১০ কোটি নাগরিকের হাতে উন্নতমানের স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়া চলমান। এই কার্ড আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করার আগে এই কাজের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জানাতে হয়। সে কারণে এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্টকার্ড দেখানো হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সময় পেলে স্মার্টকার্ড বিতরণ কাজ শুরুর সময় জানাতে পারবে ইসি। গত চার বছরে ইসির সার্বিক কাজের অগ্রগতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আজ রাষ্ট্রপতিকে অবহিত করা হতে পারে বলে জানিয়েছেন ইসির ওই কর্মকর্তা।