শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেছেন লণ্ডন প্রবাসি মোছাঃ পরিজা বিবি। গতকাল তিনি বিদ্যালয় পরিদর্শনে এলে তাকে ফলের তোড়া দিয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বরণ করে নেয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব জাহান মিয়, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাসুক মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাবিবুর রহমান, নিম্বর খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারি শিক্ষক মোঃ নূর উদ্দিন, রঞ্জিত দাস, শফিকুল ইসলাম, সুজন মিয়া, এসএসসি পরীক্ষার্থী মাহফুজ আহমদ, দশম শ্রেণির ছাত্র মোস্তফা মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই মোঃ কুটি মিয়া ও মোঃ মোতাহির মিয়া বিভিন্নভাবেই সহযোগিতা করে আসছেন।