বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইলম অর্জন হতে হবে প্রকৃত আমলের নিয়্যাতে: শায়খুল হাদিস বিলাল বাওয়া সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে উন্নত দেশ বিনির্মাণে ড. ইউনূসের যুগান্তকারী কৌশল দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত
দারুল উলূম দেওবন্দ বিশ্বে আলোর মিনার—শায়েখ ডক্টর সালেহ

দারুল উলূম দেওবন্দ বিশ্বে আলোর মিনার—শায়েখ ডক্টর সালেহ

dআমার সুরমা ডটকম ডেক্সপবিত্র কাবা শরীফের ইমাম ও খতীব শায়েখ ডক্টর সালেহ বিন ইবরাহীম আলে তালেব দেওবন্দের মসজিদে রশীদে এক ভাষণে বলেন, ‘ইসলামের উপর চারদিক থেকে বাতিলের আঘাত, আক্রমণ, উম্মাহর ঐক্যের মাধ্যমেই তার প্রতিরোধ করা সম্ভব৷ মুসলমানের আখলাকে হাসানা ও উত্তম চরিত্রের মাধ্যমে বিশ্ব জয় করতে পারে৷ ইসলাম শান্তির পয়গামবাহী৷ সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই৷ সন্ত্রাসবাদ ও ইসলাম বিপরীত মেরুর বিষয়। তিনি আরও বলেন, দারুল উলূম দেওবন্দ শুধু ভারত নয, সমগ্র বিশ্বে আলোর মিনার৷ দেওবন্দের উলামায়ে কেরাম বিস্ময়কর ইলমী খিদমত করে যাচ্ছেন৷ এই আলো ছায়ায় বিশ্ব আলোকিত৷ পৃথিবীর প্রান্তে প্রান্তে এই আলোর প্রভাব পৌঁছেছে৷ তিনি আরও বলেন, তার মাযহাবের ইমামগন হক, সত্যের প্রতীক, বরণীয় ও সম্মানিত। হারামাইন শরীফাইনে চার মাযহাবের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ হানাফী ফিকহের উপর সৌদি উলামায়ে কেরাম গুরুত্বপুর্ণ ইলমী কাজ করেছেন৷ মৌলিক আকিদা বিশ্বাসে এবং দীনের মৌলিক বিষয়ে মুসলিমদের মাঝে বিরোধ নেই৷ শাখাগত বিরোধ সাহাবায়ে কেরামের সোনালী যুগ থেকেই চলে আসছে৷ এই বিরোধ, এই ইখতিলাফ উম্মাহর জন্য রহমত স্বরুপ৷ উম্মাহর পশ্চাদপদতা, অবক্ষয় ও অবনতির মূল কারণ কুরআন ও সুন্নাহ থেকে দূরে থাকা এবং গুরুত্ব না দেওয়া৷ এই দূরত্বের কারণে কিছু নামধারী মুসলিম চিন্তার বিভ্রান্তির শিকার৷ মতবিরোধ এই কারনে৷ ‘কোনো কোনো সন্ত্রাসী গ্র“প ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই৷ মুসলিম উম্মাহ বিধ্বস্ত ও বিপর্যয়ের শিকার বর্তমানে৷ নিজেদের মাঝে ছোট খাটো বিষয় নিয়ে বিরোধে জড়িত হবার সময় নয় এখন৷ ফেরকাবন্দি থেকে আমাদের দূরে থাকতে হবে৷ ইসলামের নামে গ্র“প গঠন থেকে বেঁচে থাকতে হবে৷ উম্মাহর বৃহত্তর ঐক্য সময়ের দাবী৷ আমাদের ফিরে যেতে হবে কুরআন ও সুন্নাহর পথে৷ ইসলামকে জীবনের টার্গেট বানাতে হবে৷ লক্ষ্য ইসলামের বিজয়৷ তিনি আরও বলেন, মুসলিমরা কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবেনা৷ ইসলামে অটল-অবিচল থাকতে হবে৷ আখলাক ও আমাল দ্বারা বিশ্বের কাছে ইসলামের পরিচয় তুলে ধরতে হবে৷ আগামী দিন ইসলামেরই, ভবিষ্যৎ উজ্বল৷”

এদিকে শায়েখ সালেহ আলে তালেব দারুল উলুম দেওবন্দে জুহরের নামাযের ইমামতি করেন৷ মসজিদ ও মসজিদের বাইরে হাজারো মুসল্লির উপচেপড়া ভীড় হয়৷ পবিত্র কাবার ইমাম ও খতীবকে এক নজর দেখার জন্য হাজার হাজার জনতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে৷ তিনি দারুল উলূম দেওবন্দের শীর্ষ আলেমদের সাথে মতবিনময় করেন৷ রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় দেওবন্দে৷ প্রকাশ করা হয় ভালোবাসার বিরল দৃষ্টান্ত৷ অভাবনীয় এক দৃশ্যের অবতারনা হয় দেওবন্দে৷ তিনি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানীর সাথে দেওবন্দে আগমন করেন৷ ফুলের মালা জড়িয়ে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় দেওবন্দে৷ স্বাগত ভাষণ দেন দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদরাজী৷ শায়েখ সালেহ আলে তালেবের ভাষণ অনুবাদ করেন মাওলানা শওকত আলী বস্তবী৷
দারুল উলুম দেওবন্দ পরিদর্শন শেষে তিনি মন্তব্য খাতায় লিখেন, দারুল উলুম দেওবন্দের খ্যাতি বিশ্বের চারদিকে৷ তার সুখ্যাতি বিশ্বময়৷ তার ইলমী খেদমতের প্রভাব পৃথিবীর প্রান্তে প্রান্তে৷ দেওবন্দের উলামায়ের কেরাম এবং তাদের রচনাবলীর প্রভাব বিশ্বব্যাপি ছড়িয়ে আছে৷ দেওবন্দের ইলমের আলো সময় ও সীমানা ছাড়িয়ে কালোত্তীর্ণ৷
উল্লেখ্য, পবিত্র কাবার ইমাম ও খতীব শায়েখ সালেহ আলে তালেব এক সপ্তাহের এক সফরে ভারতে অবস্থান করছেন৷ তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন শায়েখ আব্দুল মুহসিন আলে তালেব, শায়েখ ফাহাদ কাহতানী, শায়েখ আহমদ আলী রুমী। সূত্র: ইন্টারনেট, অনলাইন পত্রিকা (উর্দু) কপিকৃত, (ফয়সল আহমদ-এর পোস্ট থেকে)।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com