সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের ঐতিহ্যবাহি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আসআদিয়া হাছননগর মাদরাসার মুহতামিম, কাজিরপয়েণ্ট জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাসসিরে ক্বোরআন মাওলানা হারুনুর রশিদ আহমদী (৫৩) গত বুধবার দিবাগত রাত ১১টায় সিলেটস্থ ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যু সংবাদ আসার সাথে সাথেই মাদরাসা, নিজ গ্রাম ও শুভাকাঙ্খিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন হুজুরের সুযোগ্য উস্তাদ, সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কালাম যাকারিয়া। দ্বিতীয় নামাজে জানাযা গ্রামের বাড়িতে বাদ আছর অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন হুজুরের বড় ছেলে হাফিজ মাওলানা আবিদ হাসান।
সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ আহমদীর জানাযায় বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কালাম যাকারিয়া সিলেট, প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জ, শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান সুনামগঞ্জ, আলহাজ্ব মাওলানা আনওয়ার হোসাইন সুনামগঞ্জ, মাওলানা লুকমান সাদী ঢাকা, হাসননগর মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আব্দুল বাতিন, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, হাসননগর মাদরাসার সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, কাজির পয়েন্ট জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নূরুল হক আম্বিয়া, সেক্রেটারি আলহাজ্ব এডভোকেট জহুর আলী। উপস্থিত ছিলেন সিলেট বারইগ্রাম মাদরাসার মুহতামিম শায়খ নুরুল ইসলাম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আয়ুব বখত জগলুল, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, ইমাম-মোয়াজ্জিন পরিষদের সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, ক্যাশিয়ার হাফিজ মাওলানা মুফিজুর রহমানসহ হাজারো তাওহিদি জনতা।
শোকপ্রকাশ
জামেয়া আসআদিয়া হাছননগর মাদরাসার মুহতামিম, কাজিরপয়েণ্ট জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাসসিরে ক্বোরআন মাওলানা হারুনুর রশিদ আহমদীর ইন্তেকালে অনেকেই শোকপ্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোকপ্রকাশ কারীরা হলেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী, মাদানিয়া মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম শায়েখ মাওলানা আব্দুল বছীর, জামেয়া হরমুজিয়া মাদরাসার মুহতামিম শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, আমার সুরমা ডটকম-এর সম্পাদক ও আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ।